স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : ১০ দিনের ব্যবধানে পাঁচ থেকে ছয়টি দোকানে থাবা বসালো নেশা কারবারিরা। এই ঘটনা রাজধানীর দশমী ঘাট সংলগ্ন মহাবীর ক্লাব এলাকায়। এলাকার বেশ কয়েকটি দোকানে গত কয়েকদিনে চুরির ঘটনা সংগঠিত হয়েছে। বুধবার সকালে এলাকাবাসীর নজরে আসে নেশা কারবারিরা আরও দুটি দোকানে থাবা বসিয়েছে মঙ্গলবার রাতে। দুটি দোকানের মালিকের নাম বিষ্ণু দাস এবং মিঠুন দাস।
তারা জানায় চোরেরা যতটুকু সামগ্রী চুরি করে নিয়ে গেছে তার চেয়ে বেশি তারা দোকানে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী ক্ষতি করেছে। বিষ্ণু দাস জানান তার দোকান থেকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। সাথে বিভিন্ন দামি সিগারেটের প্যাকেট নিয়ে গেছে। নষ্ট করেছে বিভিন্ন সরঞ্জাম। অপরদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিঠুন দাশ জানান, তার দোকান থেকে চোরেরা একটি রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে গেছে। পাশাপাশি তেল চাল ডাল আটা সহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করে দিয়ে গেছে। ব্যবসায়ী-বিষ্ণু দাস জানান, তাদের সন্দেহ এলাকার একটি নেশা কারবারি গ্যাং -এর উপর। এই গ্যাং -এর ৩ সদস্য এই ঘটনা সংগঠিত করেছে। তাদের আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। থানায় চুরির অভিযোগ ডায়াল করা হয়েছে। পুলিশ তদন্ত করে যদি তারা এই ঘটনায় জড়িত রয়েছে বলে জানতে পারে তাহলে যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। আতঙ্কে ভুগছে ব্যবসায়ীরা। এদিকে গ্রেফতার হওয়া এক যুবকের মা জানায়, এলাকার শতাধিক মানুষ এসে তার বাড়িতে ভাঙচুর করেছে। ছেলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে এই তাণ্ডব লীলা চালিয়েছে। মারধর করা হয়েছে তার ছেলেকে এবং তাকে। তার ছেলে কোন নেশার কারবারীর সাথে জড়িত নয় বলে দাবি করেন মহিলা।