Thursday, November 14, 2024
বাড়িরাজ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় এক দিব্যঙ্গ ছেলের মিলছে না চিকিৎসার সহযোগিতা, চিকিৎসার জন্য...

মন্ত্রীর বিধানসভা এলাকায় এক দিব্যঙ্গ ছেলের মিলছে না চিকিৎসার সহযোগিতা, চিকিৎসার জন্য সরকারের কাছে আর্জি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : দিব্যাঙ্গ ছেলের চিকিৎসার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি করলেন এক হতদরিদ্র বাবা। দীর্ঘ পাঁচ বছর ধরে ছেলের চিকিৎসা করতে পারছে না আর্থিক অভাব অনটনে। এখন পর্যন্ত কোন সরকারি সহযোগিতাও পায়নি বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন। জানা যায় শান্তির বাজার মহকুমার দেবদারু ফাঁড়ির অধীনে পূর্ব পিলাক দেওয়ানবাড়ী এলাকার বসবাসকারী নবদ্বীপ ত্রিপুরার ১২ বছরের ছেলে ২০১৯ সালে বিদ্যালয়ে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পরে।

ডাক্তার দেখানোর পর কিছু সময় ভালো থাকলেও পরবর্তী সময় সে ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পরে। নবদ্বীপ ত্রিপুরা পেশায় দিনমজুর। তাই তিনি অর্থের অভাবে সঠিকভাবে ছেলের চিকিৎসা করাতে পারছে না। বিগতদিনে এই এলাকায় বিধায়ক ছিলেন যশবীর ত্রিপুরা। যশবীর বাবুর বাড়ীর কাছে থেকেও এই শিশুটিকে দেখার মতো উনার কাছে সময় ছিলো না। যশবীর ত্রিপুরাকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে জোলাইবাড়ী বিধানসভায় বিধায়ক হিসাবে রয়েছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। গত দেড় বছরে অসহায় পিতার কোন সহযোগিতা মিলে নি। দীর্ঘ পাঁচ বছরের অধিক সময় ধরে ছেলে অসুস্থ। এভাবে আর কতদিন চলবে বুঝে উঠতে পারছে না পিতা। ছেলের চিকিৎসার জন্য সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে সরকারের কাছে সহযোগিতা চায়। তিনি জানান যদি সরকার সহযোগিতা করে তাহলে তার ছেলে চিকিৎসা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য