স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : ড্রাগসের নেশায় বুঁদ হয়ে থাকা যুবককে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায়। অভিযুক্ত যুবককে নিয়ে শুরু হয় হুলুস্থুল কান্ড। জানা যায়, রাজনগর এলাকার বাসিন্দা সাগর বর্মন নামের এক যুবক দীর্ঘদিন ধরেই এলাকায় মরণ নেশা ড্রাগসের সেবন সহ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। আগেও তার বিরুদ্ধে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা থেকে পুলিশ আটক করেছিল।
কিন্তু প্রতিবারই এই সাগর বর্মন জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে পুনরায় মরণ নেশার ড্রাগসের সেবন এবং বিক্রির পথ অনুসরণ করে। স্থানীয়দের অভিযোগ, সাগর বর্মনকে এই ড্রাগসের ব্যবসা করার ক্ষেত্রে তার মা আনিতা বর্মন সম্পূর্ণ সহযোগিতা করছে। অবশেষে মঙ্গলবার এলাকার স্থানীয় লোকজন ড্রাগস বিক্রি করার সময় সাগর বর্মনকে হাতেনাতে পাকড়াও করে। অভিযোগ, এদিনের এই ঘটনার জের ধরেই সাগর বর্মন ও তার মা আনিতা বর্মন মঙ্গলবার রাতে একই এলাকার বাসিন্দা তার এক নিকট আত্মীয় তথা প্রতিবেশী মহিলার উপর আক্রমণ সংগঠিত করে।
পরবর্তীতে সাগরের এই বাড়বাড়ন্তে অতিষ্ঠ হয়ে রাজনগর এলাকার সচেতন জনগণ সঙ্ঘবদ্ধ ভাবে ড্রাগসের নেশার সঙ্গে যুক্ত সাগর বর্মনকে পাকড়াও করে তেলিয়ামুড়া থানায় খবর দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। তৎসঙ্গে, এলাকার জনগণ একত্রিত ভাবে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত সাগর বর্মন ও তার মা আনিতা বর্মনের বিরুদ্ধে এলাকায় নেশার সাম্রাজ্য বিস্তার করার একরাশ অভিযোগ নিয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। স্থানীয়দের অভিযোগ মূলে পুলিশ সাগর বর্মন’কে নিজেদের হেফাজতে নেয় এবং পুলিশ এলাকায় গিয়ে স্থানীয়দের অভিযোগ শুনে নেশার সঙ্গে জড়িত’দের বিরুদ্ধে উপযুক্ত কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে। তেলিয়ামুড়া থানার পুলিশের তরফ থেকে এই আশ্বাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এলাকার লোকজন।