Friday, January 3, 2025
বাড়িরাজ্য৯ দফা দাবিতে ব্লাইন্ড এসোসিয়েশনের ডেপুটেশন

৯ দফা দাবিতে ব্লাইন্ড এসোসিয়েশনের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : দৃষ্টিহীনদের নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে সক্ষম ব্যক্তি সংরক্ষণ আইনকে সঠিকভাবে মান্যতা দেওয়া, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরে একজন দৃষ্টিহীনদের জন্য আধিকারিক নিয়োগ করা সহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের প্রধান সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এইদিন মহাকরণে গিয়ে শিক্ষা দপ্তরের প্রধান সচিবের নিকট ডেপুটেশন প্রদান করে।

অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মিঠুন সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দৃষ্টিহীনদের স্বার্থ সম্বলিত ৯ দফা দাবি নিয়ে এইদিন শিক্ষা দপ্তরের সচিবের নিকট ডেপুটেশান প্রদান করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দাবী হল, দৃষ্টিহীনদের নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে সক্ষম ব্যক্তি সংরক্ষণ আইনকে সঠিকভাবে মান্যতা দেওয়া, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরে একজন দৃষ্টিহীনদের জন্য আধিকারিক নিয়োগ করার। তিনি আরো জানান এই দাবিগুলি তাদের দীর্ঘদিনের। দাবিগুলি দ্রুত পূরণ করার জন্য যাতে সদর্থক ভূমিকা গ্রহণ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য