স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ সেপ্টেম্বর : বান্ধবীর বাড়িতে গিয়ে বন্ধুর অস্বাভাবিক মৃত্যু। ঘটনা রাজধানীর আশ্রম চৌমুহনি এলাকায় এক ভাড়া বাড়িতে। পরবর্তী সময় বান্ধবী পম্পি ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃত লিটন রায়ের ভাই। ঘটনার বিবরণে জানা যায়, মৃত লিটন রায়ের বাড়ি রাজধানীর যোগেন্দ্রনগর এলাকায়। বয়স ৪৯। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
বান্ধবীর সাথে তার দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। এর মধ্যে সোমবার বান্ধবীর বাড়িতে যায় লিটন। বিকাল সাড়ে চারটার নাগাদ লিটনের ছোট ভাইকে ফোন করে অভিযুক্ত পম্পি জানায় তার ভাই অসুস্থ হয়ে পড়েছে। ঠিকানা অনুযায়ী গিয়ে তার ভাইকে আনার জন্য। যথারীতি ঘটনাস্থলে গিয়ে দেখে বান্ধবীর বিছানার মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে লিটন। তার সারা শরীর ঠান্ডা।
তাকে সাথে সাথে গাড়ি করে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সেই বান্ধবীর স্বামীর নাম নয়ন ঘোষ। মৃত্যুর কারণ নিয়ে সংশয় রয়েছে মৃত লিটনের ভাইয়ের। তাই থানায় অভিযোগ জানিয়ে দাবি করেছেন কিভাবে তার ভাইয়ের মৃত্যু হয়েছে তার সুষ্ঠু তদন্তের জন্য। মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে লিটনের পরিবার।