Wednesday, March 12, 2025
বাড়িরাজ্যমাছের পোনা বিতরণকে কেন্দ্র করে কাউন্সিলরের হাতে রক্তাক্ত খোয়াই ক্রিকেট এসোসিয়েশনের সচিব

মাছের পোনা বিতরণকে কেন্দ্র করে কাউন্সিলরের হাতে রক্তাক্ত খোয়াই ক্রিকেট এসোসিয়েশনের সচিব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : খোয়াই পুর এলাকার ১৫ টি ওয়ার্ডের সুবিধাভোগীদের মধ্যে মাছের পোনা বিতরণ কর্মসূচি চলছিল পুর পরিষদের ১৪ নং ওয়ার্ডে। খোয়াই পুর পরিষদ কর্তৃপক্ষের নির্দেশ ছিল যে সমস্ত সুবিধাভোগীদের পুকুর রয়েছে তাদের সবাইকে মাছের পোনা সমানভাবে বন্টন করে দেবার জন্য। সোমবার সকালে খোয়াই গনকী এলাকায় ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কু পালের নেতৃত্বে মাছের পোনা প্রদান চলছিল খোয়াই পুর পরিষদের উদ্যোগে।

 সেখানে মানিক সূত্রধর নামে এক সুবিধাভোগী পুকুর থাকা সত্ত্বেও কেন মাছের পোনা পায়নি তা জানতে চেয়েছিল কাউন্সিলর শঙ্কু পালের কাছে। এ নিয়ে কাউন্সিলর এবং সুবিধাভোগীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে কাউন্সিলর ওই সুবিধাভোগী অসুস্থ মানিক সূত্রধরকে প্রচন্ডভাবে মারধর শুরু করে লাঠি দিয়ে। এই মারধরের ফলে মানিক সূত্রধর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং একটি পা মারাত্মক ভাবে জখম করে দেওয়া হয়। ঘটনার পর এলাকার মানুষজন উত্তেজিত হয়ে কাউন্সিলর শঙ্কু পালকে উত্তম মাধ্যম দিলে সে পালিয়ে গিয়ে খোয়াই পুর পরিষদের কার্যালয়ে নিয়ে আত্মরক্ষা করে। এদিকে এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মাণিক সূত্রধরকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে দ্রুত জিবি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

 উল্লেখ্য, মানিক সূত্রধর খোয়াই ক্রিকেট এসোসিয়েশনের সচিব এবং সেইসঙ্গে তিনি প্রাক্তন শ্রমিক নেতাও। এই ঘটনার পর বিজেপির নেতৃত্ব আহত মানিক সূত্রধরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। পুর এলাকায় ব্যাপক দুর্নীতি এবং অবৈধ কার্যকলাপের বিস্তর অভিযোগ রয়েছে এই শঙ্কু পালের বিরুদ্ধে। এলাকার মানুষজন এই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যাপক অসন্তুষ্ট হলেও শাসকদলের উচ্চপদস্থ নেতৃত্ব এই ধরনের নেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কোন ব্যবস্থাই গ্রহণ করছেন না বলে এলাকাবাসীর অভিযোগ ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য