Tuesday, July 29, 2025
বাড়িরাজ্যগ্রেপ্তার কুলুবাড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী

গ্রেপ্তার কুলুবাড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ সেপ্টেম্বর : পঞ্চায়েত সদস্যা পূর্নিমা নম: -কে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার কুলুবাড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা খোরশেদ আলম। শপথ গ্রহণের পর কুলুবাড়ি পঞ্চায়েত সদস্যদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। সেই বৈঠকেই ঘটে বিপত্তি।

পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান পঞ্চায়েত সদস্য খোরশেদ আলম সেই বৈঠকে পঞ্চায়েতের মহিলা সদস্য পূর্নামা নম: -কে মারধর করে বলে অভিযোগ। অভিযুক্ত খোরশেদ আলমের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ খোরশেদ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। সোনামুড়া থানার ওসি জানান আক্রান্ত পূর্ণিমা নম-র অভিযোগ মূলে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পর গত কয়েকদিনে স্বদলীয় গোষ্ঠী কোন্দল শাসক দলের মধ্যে ক্রমশ বেড়েছে। এই গোষ্ঠী কোন্দলের কারণে দল কলঙ্কিত হয়েছে। বিরোধীদের কাছে একটি বড়সড় ইস্যু হয়েছে। থানায় অভিযোগের পাহাড় জমেছে। সব মিলিয়ে দল বড় বেকাদায়। ধরা পড়ছে দলের নেতা কর্মী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!