Sunday, December 22, 2024
বাড়িরাজ্যসীমান্তবর্তী এলাকা থেকে গরু সহ আটক দুই দাগি চোর

সীমান্তবর্তী এলাকা থেকে গরু সহ আটক দুই দাগি চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : গোপন খবরের ভিত্তিতে দেবীপুর সীমান্ত এলাকা থেকে মধুপুর থানার পুলিশ দুই দাগি গরু চোরকে গরু সহ আটক করতে সক্ষম হয়। জানা যায় দুই দাগি গরু চোরের নাম প্রসেনজিৎ দেববর্মা এবং বিপ্লব দেববর্মা। তাদের উভয়ের বাড়ি দেবীপুর এলাকায়। জানা যায়, মধুপুর থানার পুলিশের কাছে গোপন খবর আসে দুই দাগি গরু চোর প্রসেনজিৎ দেববর্মা এবং বিপ্লব দেববর্মা দুইটি গরু চুরি করে নিয়ে সীমান্ত এলাকার দিকে নিয়ে যায়। এমন সময় মধুপুর থানার পুলিশ সেখানে গিয়ে উৎ পেতে বসে থাকে।

পরবর্তী সময়ে পুলিশ দুই চোরকে আটক করতে সক্ষম হয়। পরে মধুপুর থানা পুলিশ তাদেরকে গরু সহ আটক করে নিয়ে আসে মধুপুর থানায়। এদিকে পরবর্তী সময়ে খবর নিয়ে জানা যায় গরু দুটি দেবীপুর গোশালা আশ্রম থেকে চুরি হয়েছিল। অন্যদিকে গোশালা আশ্রমের ম্যানেজার গৌরব যাদব মধুপুর থানায় দুটি গরু চুরি হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে মামলা করেছিল, পরবর্তী সময়ে দুই দাগি গরু চোরকে গরু সহ দেখতে পেয়ে তিনি জানান সেই দুটি গরু গোশালা আশ্রম থেকে চুরি হয়েছিল। এমনকি গরুর দুটি কানের মধ্যে চিহ্ন রয়েছে আশ্রমের দেওয়া। তা দেখে তাড়াতাড়ি চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানায়, তাদের সাথে কারা যুক্ত রয়েছে অতি দ্রুত বের করে তাদেরকে জালে তুলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য