স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন করা হয় আগরতলা টাউন হলে। ৬৩ তম শিক্ষক দিবসের রাজ্যভিত্তিক এই মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা। মন্ত্রী এদিন শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তারপর তিনি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, আজ ৬৩ তম শিক্ষক দিবস। আগামী প্রজন্মকে সঠিক দিয়ে গড়ে তুলতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। সমাজে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
শিক্ষক ছাড়া কোন ছাত্র-ছাত্রী শিক্ষিত হতে পারে না। তাই ছেলেমেয়েদের সঠিকভাবে শিক্ষা দিয়ে সমাজে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। তিনি আরো বলেন, শিক্ষকরা হল সমাজের মেরুদন্ড। ছেলেমেয়েদের শিক্ষা প্রদানে যাতে কোনরকম ত্রুটি রাখা না হয়। মন্ত্রী আরো বলেন শিক্ষা ক্ষেত্রে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে। রাজ্যের ছেলে মেয়েরা শিক্ষা ক্ষেত্রে এবং খেলাধুলার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও রাজ্যের ছেলে মেয়েরা এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিনা পয়সায় ছাত্রছাত্রীদের পাঠ দান দিয়ে চলেছে এবং বন্যা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সহযোগিতা করেছে তাদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি মন্ত্রী সান্তনা চাকমা মুখ্যমন্ত্রীর একটি বার্তা অনুষ্ঠানের মধ্যে পড়ে শোনান ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।