স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : বুধবার দুপুর থেকে জাতীয় সড়ক অবরোধ করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রথম সেমিস্টারের অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা। এদিন বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ সংগঠিত করে সকলকে পাশ করিয়ে দেওয়ার দাবি জানায়। এর ২৪ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার বিক্ষোভের শামিল হল মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের অধীন মহারাজা বীর বিক্রম ও বীর বিক্রম মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
তারা এদিন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে পথ অবরোধ করে দাবী জানায় তাদের সকলকে পাশ করে দেওয়ার জন্য। তাদের বক্তব্য প্রথম সেমিস্টারের পরীক্ষা গ্রহণ করার পর দ্বিতীয় সেমিস্টারের জন্য ভর্তি নেওয়া হয়। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে তাদের পরীক্ষা। এরমধ্যে ফলাফল প্রকাশ করেছে এমবিবি বিশ্ববিদ্যালয়। তখন লক্ষ্য করা গেছে প্রথম সেমিস্টারের দুই কলেজের প্রায় ৮০ শতাংশ ছাত্র ছাত্রী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
তাদের দাবি সকলকে পাশ করিয়ে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। নাহলে আন্দোলন চলবে। পরবর্তী সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর সাথে দেখা করার চেষ্টা করলে তাদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। ছাত্র-ছাত্রীদের দাবি পাস করিয়ে দেওয়ার সাথে সাথে তাদের কাছে স্পষ্ট করতে হবে কেন তারা এত দেরি করে ফলাফল ঘোষণা করেছে। এত ছাত্রছাত্রী অকৃতকার্য হওয়ার কথা নয় বলে তাদের অভিমত। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে কলেজ টিলা ফাঁড়ির পুলিশ। পুলিশ তাদের সাথে কথা বলার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তারপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সাথে এই বিষয়ে আলোচনা করা হয়।