Friday, September 13, 2024
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : বেহাল সড়ক সারাইয়ের দাবিতে পথ অবরোধ বড় সুরমা এলাকার মানুষ। পূর্ত দপ্তরের সুস্পষ্ট প্রতিশ্রুতি না পেলে চলবে অবরোধ। বৃহস্পতিবার সকালে হয় এই সড়ক অবরোধ। অবরোধকারীদের বক্তব্য দীর্ঘদিন ধরে কমলপুর – দুর্গা চৌমুহিনীর ১৮ কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। চলাচল করা অসম্ভব হয়ে পড়ছে।

বহুবার পূর্ত দপ্তরকে জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই স্থানীয় পূর্ত দপ্তরের এস ডি ও প্রতিশ্রুতি না দিলে অবরোধ তুলবেন না তারা। এই বিষয়ে পূর্ত দপ্তরের কমলপুর ডিভিশনের এক্সিকিউটিভের সঙ্গে কথা বলা হলে তিনি জানান ২০৮ নং জাতীয় সড়কের এরার পার ব্রিজ ভেঙে যাওয়ার কারণে সব মালবোঝাই গাড়ি এই গ্রামীণ সড়ক দিয়ে ছুটছে। ফলে ভেঙে গেছে সড়ক। এই সড়ক NHIDCL কর্তৃপক্ষের সংস্কার করার কথা। কিন্তু তারা সংস্কার করছেন না। ফলে ভোগান্তি মানুষের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য