স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : রাজধানীর শিবনগর এলাকা থেকে কনস্ট্রাকশনের কাজের রড চুরির ঘটনায় পূর্ব আগরতলা থানার পুলিশ দুই জনকে আটক গ্রেপ্তার করে। ধৃতরা হল সঞ্জয় সরকার ও শাহ আলম মিয়া। শাহ আলম মিয়া চুরি যাওয়া লোহার রড গুলি ক্রয় করেছিল। পূর্ব আগরতলা থানার ওসি জানান ঠিকেদার আদিত্য কর পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন ওনার কনস্ট্রাকশন সাইড থেকে ৮ বান্ডেলে আনুমানিক ৫০০ কেজি লোহার রড চুরি হয়েছে।
এই মামলার তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে পুলিশ যোগেন্দ্রনগর এলাকা ও এমজি বাজার এলাকায় অভিযান চালিয়ে সঞ্জয় সরকার ও শাহ আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়। সঞ্জয় সরকারের নেতৃত্বে তাঁর সাঙ্গপাঙ্গরা লোহার রড গুলি চুরি করেছিল। শাহ আলম মিয়া চুরি যাওয়া লোহার রড গুলি ক্রয় করেছিলেন। তিনি আরও জানান সঞ্জয় সরকারের বিরুদ্ধে আগেও চুরির মামলা রয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে পুলিশ।