স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : বৃহস্পতিবার সাত সকালে রাজধানীর ইন্দ্রনগর এলাকায় মনিষ দেব নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির বয়স ৪৫ বছর। এ বিষয়ে মৃত ব্যক্তির পরিবারের লোকজন জানান মনিষ বুধবার সকাল সাতটা থেকে নিখোঁজ ছিল। আত্মীয়-স্বজনের বাড়িতে বহু খোঁজাখুজি করা হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে ইন্দ্রনগর হাই স্কুলের সামনে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। ঘটনাস্থলিক কান্নায় ভেঙে পড়ে তারা। পরিবারের লোকজনদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক টিমকে খবর দেয়। তারা এসে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের লোকজনদের দাবি এলাকার বিল্লাল মিয়া, সুজিত দেব, ইন্দ্রজিৎ দেব এবং বিষ্ণু মিলে তাকে খুন করেছে। শরীরে বিভিন্ন অংশে তাকে আগুন লাগিয়ে পুড়ে ফেলেছে। কিন্তু তার দেহের কোন বস্ত্র পড়ে নেই। এতে স্পষ্ট তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের লোকজনের। কারণ যদি তার শরীরে আগুন লাগতো তাহলে পুরো শরীর পুড়ে যেত। কিন্তু যেহেতু শরীরের বিভিন্ন অংশ পোড়া অবস্থায় রয়েছে তাই বিষয়টি নিয়ে পরিবারের লোকজন দাবি করে খুন করেছে তাকে।