Saturday, February 8, 2025
বাড়িরাজ্যহুইল চেয়ার না পেয়ে কাঁধে চড়ল বৃদ্ধা

হুইল চেয়ার না পেয়ে কাঁধে চড়ল বৃদ্ধা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : প্রধান রেফারেল হাসপাতালে উন্নয়ন এবার কাধে উঠেছে। যা উন্নয়নের নামে বিষ্ময়কর। জিবি হাসপাতালে রোগীর জন্য হুইল চেয়ার মিলে না এটা দীর্ঘদিনের অভিযোগ। বৃহস্পতিবার হুইল চেয়ার না পেয়ে যা ঘটার তা ঘটে গেল হাসপাতালে। অর্থাৎ হুইল চেয়ার না পেয়ে অসুস্থ ঠাকুমাকে কাঁধে করে তিতল থেকে গাউন্ড ফ্লোরে আনতে বাধ্য হয় বৃদ্ধার নাতি।

অসহায় নাতি ঠাকুমাকে কাঁধে নিয়ে অভিযোগ করেন হাসপাতালে কর্মরত নার্সদের বহুবার বলা সত্ত্বেও তারা হুইল চেয়ার দেয়নি । আরো অভিযোগ ভর্তি থাকা রোগীদের মাটিতে রাখা হচ্ছে। ম্যাট্রেস দাবি করলে তাও নেই বলে জানিয়ে দেওয়া হয় । অথচ হাসপাতালের রুমের ভেতরে প্রচুর পরিমাণ ম্যাট্রেস থাকার বিষয়টি জানায় তারা।  হাসপাতালের একাংশ কর্মীর কারনে পরিষেবা ব্যহত হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে জিবির ডায়ালেসিস বিভাগের পরিষেবা নিয়েও ক্ষোভ জানান রোগীর আত্মীয় পরিজন। তাদের বক্তব্য জলের সমস্যার কারনে ডায়ালেসিস পরিষেবা বন্ধ রয়েছে। এর উপর ডায়ালেসিস রোগীর চ্যালেন করানোর জন্য নিয়ে এলে পাওয়া যাচ্ছে না হুইল চেয়ার। সহযোগিতা করার জন্য কোন কর্মীকে পাওয়া যায়না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য