স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : জে আর বি টি পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা, টেট উত্তীর্ণ সকলকে নিয়োগ করা এবং সমস্ত শূন্যপদ পূরণ করা সহ চার দফা দাবিতে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ যৌথভাবে একটি মিছিল সংঘটিত করা হয়। মিছিল শুরু হয় প্যারাডাইস চৌমুহনী থেকে। পরে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমার করে। মিছিলের শেষে প্যারাডাইস চৌমুহনী এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান, সরকার চার বছরে রাজ্যের যুবকদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু করেনি। সরকার এক ভয়ঙ্কর প্রতারণার খেলায় মেতেছে। সরকারি শূন্যপদ পূরণের তথ্যের গরমিল রয়েছে বলে অভিযোগ। সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিল প্রথম বছরে ৫০ হাজার চাকুরি প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চার বছরে প্রতিশ্রুতি পালন করেনি সরকার। পরবর্তী সময়ে সরকার জে আর বি টি মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সরকার নিয়োগ করছে না। সরকার প্রতিষ্টিত হয়ে বলেছিল টেট উত্তীর্ণ নেই। ফলে শিক্ষক-শিক্ষিকার শূন্য পদ পূরণ করতে পারছে না।
কিন্তু এখন টেট উত্তীর্ণ হয়ে এখন সার্টিফিকেট নিয়ে বসে আছে বহু যুবক-যুবতী। সরকার তাদের একসাথে নিয়োগ করছে না। চিকিৎসক এবং নার্সের শূন্যপদে রয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। বেকার হয়ে বসে আছে বহু যুবক যুবতী। বিধানসভায় তথ্য অনুসারে রাজ্যের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্যপদ পড়ে আছে। কিন্তু নিয়োগ করছে না সরকার। ভয়ঙ্কর অবস্থা রাজ্যে। বেকারদের শূন্য পদে নিয়োগের দাবিতে রাস্তায় নামলে পুলিশ দিয়ে পেটানো হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। আসলে বিজেপি মানুষের সমস্যা সমাধান করতে পারে না। সারা রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।