স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : প্রয়াত মন্ত্রী বিমল সিনহার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৫ তম শহীদান দিবস পালন করা হয় বৃহস্পতিবার। এদিন মেলার মাঠ স্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে বিমল সিনহার স্মরণসভার পালন করা হয়। বিমল সিনহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিআইএম নেতৃবৃন্দ।
উপস্থিত সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, ২৪ বছর আগে তৎকালীন মন্ত্রিসভার সদস্য বিমল সিনহাকে গুলি করে হত্যা করে এন এল এফ টি জঙ্গিরা। আজ বিমল সিনহার ২৫ তম শহীদান দিবস। আজকের রাজনীতিতে বিমল সিনহার আত্ম বলিদান সাক্ষী রাখে বলে জানান জিতেন্দ্র চৌধুরী।