Sunday, October 6, 2024
বাড়িরাজ্যবন্যায় বিপন্ন মানুষকে সহায়তা দিতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান প্রদান অব্যাহত

বন্যায় বিপন্ন মানুষকে সহায়তা দিতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান প্রদান অব্যাহত

আগরতলা, ৩১ আগস্ট: বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিপন্ন মানুষের সহায়তায় এবং রাজ্যের পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে মানবিক মুখ নিয়ে এগিয়ে আসছেন সুশীল সমাজের সহৃদয় মানুষ। বিশেষ করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে প্রতিদিনই বন্যা ত্রাণে বিভিন্ন জায়গা থেকে আর্থিক সহায়তা জমা পড়ছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

                          ইতিমধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীগণ ত্রিপুরার জন্য দরাজ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারও আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্যায় মৃতদের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। এদিকে এই কদিন ধরে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন বিভিন্ন পেশার মানুষ। শনিবারও এই ধারা অব্যাহত থাকে।

                           এদিন বন্যা ত্রাণে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার অফ ত্রিপুরা: ১৪,০০,০০০ টাকা, সুনীল দাস, গাঙ্গাইল রোড: ১৫,০০০ টাকা, উন্নয়ন সংঘ ক্লাব: ২০,০০১ টাকা,দি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, টিএসসি: ২৫,০০০ টাকা, রবীন্দ্র চন্দ্র সাহা, শান্তিপাড়া: ২০,০০০ টাকা, ন্যাশনাল ফিল্টার ইন্ডাস্ট্রিজ: ৫০,০০০ টাকা, দুরন্ত টিভি: ৫,০০০ টাকা, ত্রিপুরা অটোমোবাইলস (মনিপাল সিং): ১,৫১,০০০ টাকা, হেডলাইন্স ত্রিপুরা (প্রণব সরকার): ২৫,০০০ টাকা, নজরুল ছাত্রাবাস: ১০,০০০ টাকা, যোগাসন এসোসিয়েশন অফ ত্রিপুরা: ১০,০০০ টাকা, উমাপদ দাস, রামনগর: ১০,০০১ টাকা, বিদ্যুৎ দেবনাথ, খয়েরপুর: ১০,০০০ টাকা, শ্যামল চৌধুরী: ৫,০০০ টাকা, অজন্তা বর্ধন রায়: ১০,০০০ টাকা, চির সাথী সংঘ: ১০,০০০ টাকা, সরকারি পেনশনার এসোসিয়েশন, ত্রিপুরা: ৩০,০০০ টাকা, ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস: ১,৫১,০০০ টাকা, রেড লোটাস ক্লাব, প্যালেস কম্পাউন্ড: ৩০,০০০ টাকা, সমগ্র শিক্ষা নন-টিচিং এসোসিয়েশন: ৪৫,০০১ টাকা, জগন্নাথ ইন্ডাস্ট্রিজ: ১০,০০১ টাকা, স্বরাজ সরকার: ১০,০০০ টাকা, রাষ্ট্রীয় গোকুল মিশন স্টাফ: ২৭,০০০ টাকা, দুলাল পাল: ৫,০০০ টাকা, ফ্লাই লিংক ট্রাভেলস: ১০,০০১ টাকা, মিলনবালা স্মৃতি ট্রাস্ট: ১০,০০০ টাকা, শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদ: ১৫,০০০ টাকা, হোটেল সোনারগাঁও এন্ড রেস্তোরাঁ: ১০,০০০ টাকা,  অভিজিৎ রায়, ধলেশ্বর: ১০,০০০ টাকা,  এগিয়ে চলো সংঘ, আগরতলা: ৬০,০০০ টাকা, সময় পলিক্লিনিক, বিশালগড়: ৫,০০০ টাকা, ত্রিপুরা ভোকেশনাল টিচার্স ফোরাম: ৩৩,২১৮ টাকা, গণেশ আর্টস: ১০,০০০ টাকা।

                          বন্যা ত্রাণের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন (আইএমএ): ১,৮০,০০০ টাকা, কালিকা জুয়েলার্স, আগরতলা: ২,০০,০০০ টাকা, অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স এসোসিয়েশন: ২,০০,০০০ টাকা, ট্রেক টু ওয়াল্ড অর্গানাইজেশন, আগরতলা: ৭,০০০ টাকা, স্বপন চন্দ্র দে (দে পরিবার): ৩,০০,০০০ টাকা।

                           এছাড়াও বন্যা ত্রাণে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন ত্রিপুরা স্টেট বিজেপি ল এন্ড লিগ্যাল এফেয়ার্স ডিপার্টমেন্ট: ২,০০,০০০ টাকা, অয়ন্তিকা দাস, বিশালগড়: ৮,৮২০ টাকা,  অরুণাচল ইউনিভার্সিটি অফ স্টাডিজ: ৫,০০,০০০ টাকা, এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাব, অফিস অফ দি ডিএম এন্ড কালেক্টর, দক্ষিণ ত্রিপুরা: ১,০০,০০০ টাকা, টিআরপি এন্ড পিটিজি এমপ্লয়িজ: ৭৫,০০০ টাকা।

                         বন্যা ত্রাণে আর্থিক অনুদান নিয়ে এগিয়ে আসার জন্য সমস্ত দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য