স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : বিরল প্রজাতির প্রানী উদ্ধার দক্ষিন চড়িলাম চৌমুহনী পাড়া এলাকা থেকে। স্থানীয় এক ব্যক্তি জানান এইদিন সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর দেখতে পান রাস্তার পাশে একটি দোকানের সামনে এই বিরল প্রজাতির প্রানীটি পড়ে রয়েছে। বিরল প্রজাতির প্রাণীটির নাম কি তা এলাকার কেউ জানে না।
এলাকার কেউ আগে কোন সময় এই ধরনের প্রানী দেখে নি। বিরল প্রজাতির প্রানি উদ্ধার হওয়ার খবর পেয়ে উৎসুক জনতা ভিড় জমায় ঘটনাস্থলে। স্থানীয়রা আরও জানান এই বিরল প্রজাতির প্রাণীটির পাখা রয়েছে। পরবর্তী সময় স্থানীয়রা বন দপ্তরের কর্মীদের খবর দেয়। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয়রা বিরল প্রজাতির প্রানীটিকে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়। তবে যতদূর জানা যায় প্রাণীটির নাম সুগার গ্লাইডার।