স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : সদ্য সমাপ্ত হওয়া রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর চলছে শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার সকাল ১১ ঘটিকায় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। কদমতলা চন্দ্রকলা টাউন হলে হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, জেলার বিশিষ্ট সমাজসেবী কাজল দাস সহ অন্যান্যরা। মূলত কদমতলা ব্লক এলাকায় মোট ১৯ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।
আর এই ১৯ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত ১৫ টি পঞ্চায়েত সমিতির আসন। এই ১৫ টি আসনের মধ্যে বিজেপি ১৩ টি আসনে জয়লাভ করলেও দুটি আসন ছিনিয়ে নিতে সক্ষম হয় সিপিআইএম। এদিনকার শপথ গ্রহণ অনুষ্ঠান কর্মসূচির শুরুতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। তারপর শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত অফিসার অমর্ত্য বর্মন। শপথ বাক্য পাঠ শেষ ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যান।
শেষে পুনরায় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে শপথ নেন মিহির নাথ এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেন বিদ্যাভুষন দাস। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মন্ত্রী টিংকু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, গ্রাম পঞ্চায়েতে সরকার হচ্ছে জনগণের সরকার। তাই সকল অংশের জনগণের সুবিধা অসুবিধা এবং সরকারি প্রকল্পগুলি সঠিকভাবে পাইয়ে দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের প্রধান কাজ। কারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা।তাছাড়া বিগত ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়েও বিশদ আলোচনা রাখেন মন্ত্রী। প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তার বক্তব্যে তুলে ধরে মন্ত্রী টিঙ্কু রায়।