Monday, September 16, 2024
বাড়িরাজ্যসাবকা সাথ সাবকা বিকাশ -এর বারোটা বেজে গেলে কর্পোরেটর সোমা মজুমদারের এলাকায়

সাবকা সাথ সাবকা বিকাশ -এর বারোটা বেজে গেলে কর্পোরেটর সোমা মজুমদারের এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : উন্নয়নের নাম গন্ধ নেই আগরতলা পুর নিগমের ১০ নম্বর ওয়ার্ড এলাকার। এলাকার কর্পোরেটর সোমা মজুমদার। তাঁর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপড়ে দিল ইন্দ্রনগর মসজিদপাড়া এলাকার এক বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন তাদের এলাকার একটি গলি পথের অবস্থা দীর্ঘ ৩২ বছর ধরে বেহাল হয়ে আছে। ডান বাম গেরুয়া সরকার কোন আমলেই এই রাস্তা চলাচলের উপযুক্ত হয়ে উঠেনি। ভোট আসলে শুধু উন্নয়নের প্রতিশ্রুতি বয়ে যায়। ‌

আর ভোট মিটতেই প্রতিশ্রুতি পালন করার কোন উদ্যোগ দূরের কথা, এলাকায় পা পর্যন্ত রাখেন না সোমা মজুমদার। এলাকার এক মহিলা জানান তাদের গলির অবস্থা এতটাই বেহাল যে চলাচল করা পর্যন্ত কঠিন হয়ে পড়েছে। গত কয়েকদিনের বন্যায় জীবন ঝুঁকি নিয়ে এলাকার ছেড়ে স্থানীয় শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ কর্পোরেটর সোমা মজুমদারকে এই রাস্তাটির বিষয়ে অবগত করা হলে তিনি তাদের যুক্তি দেন তারা নিজেরা যাতে ইটের গুরু ফেলে রাস্তাটি চলাচলের উপযুক্ত করে নেন, নয়তো রেগার শ্রমিক দিয়ে তিনি রাস্তাটি ঠিক করে দেবেন। কিন্তু দিনের পর দিন কেটে গেল তাদের রাস্তার রাহু কেতুর দশা দূর হচ্ছে না। সবচেয়ে অবাক করার বিষয় হলো রাস্তাটির মধ্যে পা পর্যন্ত রাখেননি সোমা মজুমদার।

 উনার এহেন ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় এক মহিলা। এভাবে আর কতদিন চলবে সেটা জানতে চায় স্থানীয়রা। কারণ এমন আশা ভরসা নিয়ে সোমা মজুমদারকে কর্পোরেটর করেননি এলাকাবাসী। উল্লেখ্য, রাজ্যের গ্রাম পাহাড়ে বিধায়কদের পাশাপাশি এখন আগরতলা শহরের একের পর এক কর্পোরেটরের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছে। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন শুধুমাত্র মুখে মুখে। বাস্তবে উন্নয়নের কোন দেখা নেই। সাবকা সাথ সাবকা বিকাশ -এর বারোটা বাজিয়ে দিয়েছে আগরতলা পুর নিগমের কিছু কর্পোরেটর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য