স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : ঘাঁটি করে বসেছে বাংলাদেশি নাগরিক। প্রতিনিয়ত আটক হচ্ছে। তারপরেও শহরের বিভিন্ন জায়গা তাদের আনাগোনা ক্রমশ দুশ্চিন্তায় ফেলছে মানুষকে। গত ২৮ আগষ্ট সুমন নামে এক বাংলাদেশের নাগরিক আটক হয়েছিল লঙ্কামুড়া এলাকা থেকে। তারপর অভিযুক্ত সুমনকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সোনামুড়া সীমান্ত দিয়ে আরও দুই বাংলাদেশী নাগরিক ভারতের প্রবেশ করেছে।
তারপর পুলিশ তদন্তে নেমে শুক্রবার রাজধানীর সিটি সেন্টার সংলগ্ন একটি ফ্লাট থেকে রফিক শেখ এবং আজিম উদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে। তারা কি উদ্দেশ্য নিয়ে ভারতের ভূখন্ডে প্রবেশ করেছে সে বিষয়টা এখনো স্পষ্ট হয়নি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারবে বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি। তিনি আরো জানিয়েছেন যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত করছে পুলিশ।
তবে শহরের প্রধান বাণিজ্যিক এলাকায় এ ধরনের বাংলাদেশি নাগরিকের আনাগোনা ক্রমশ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করছে। প্রশ্ন হচ্ছে সীমান্তে বিএসএফ -এর ভূমিকা নিয়ে। বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পর থেকে কঠোর নিরাপত্তা প্রদান করা হয় সীমান্ত এলাকায়। কিন্তু প্রশ্ন কঠোর নিরাপত্তা থাকার পরও কিভাবে তারা প্রবেশ করছে? এরও তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করছে রাজ্যবাসী।