স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : ৯ বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মূলত কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উপর দুষ্কৃতিদের দৈহিক আক্রমণ চালানোর চেষ্টার প্রতিবাদে এইদিন পূর্ব আগরতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। একই সাথে থানার ওসির নিকট ডেপুটেশান প্রদান করা হয়।
৯ বনমালীপুর ব্লক কংগ্রেস নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিধায়ক গোপাল চন্দ্র রায় বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। প্রথম দিন তিনি শ্রীলঙ্কা বস্তি এলাকা পরিদর্শন করেন। পড়ে তিনি প্রফেসর কলোনিতে যাওয়ার পর বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ওনার উপর আক্রমণ চালায়। এবং ঘর থেকে বের হলে হাত পা ভেঙ্গে দেওয়া হবে হুমকি দেয় দুষ্কৃতিরা। ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করে নি। তাই এইদিন পূর্ব আগরতলা থানায় ডেপুটেশান প্রদান করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে।