স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : বৃহস্পতিবার প্রধান ও উপ-প্রধান নির্বাচনের বিরোধিতা করে সাব্রুমের পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করলেন সাতজন পঞ্চায়েত সদস্য। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সকাল সাড়ে ১১ টায় সাব্রুম মহকুমার সাতচাঁদ আর ডি ব্লকের অন্তর্গত পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ গ্রহণ হওয়ার কথা থাকলেও নবনির্বাচিত সদস্যদের মধ্যে সাতজনই অনুপস্থিত থাকায় শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল করা হয়।
রাজ্য বিজেপির তরফ থেকে শপথ গ্রহন অনুষ্ঠানে আসা প্রভারী কমল কান্তি সেন, দলের সাব্রুম সভাপতি জিতেন ত্রিপুরা সহ নেতৃত্ব বেলা প্রায় তিনটা পর্যন্ত অপেক্ষা করেন এবং ফোনে যোগাযোগের পরও যখন সাতজন পঞ্চায়েত সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেননি, তখন এক প্রকার বাধ্য হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান ছেড়ে বেড়িয়ে যান তারা। এ ব্যাপারে সাতচাঁদ আর ডি ব্লকের এডিশনাল বিডিও মধুচন্দা দাস জানান আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী কবে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেটা জানিয়ে দেওয়া হবে।