Sunday, January 26, 2025
বাড়িরাজ্যরামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন

রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : আগরতলা টাউন হলে বৃহস্পতিবার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিশিষ্ট সমাজ সেবি রাজীব ভট্টাচার্য, সহ অন্যান্যরা। প্রদিপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সুচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

অনুষ্ঠানে উপস্থিত অতথিরা এইদিন বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে পুরুস্কার তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর জাতীয় শিক্ষা নীতি লাগু করার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হয়েছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। আধুনিক পদ্ধদিতে বর্তমানে শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দান করে থাকেন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও বর্তমানে অনেক পরিবর্তন এসেছে বলে জানান মেয়র দীপক মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য