স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট :মানুষের জন্য কিছু করার মধ্যে যে আনন্দ, তার থেকে বড় আনন্দ আর কোন কিছু নেই। ভগবানের পর ডাক্তারের স্থান। কিন্তু টাকার পিছনে ডাক্তাররা ছুটলে হবে না। ত্রিপুরা মেডিক্যাল কলেজের ১৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, ছাত্র-ছাত্রীদের গুনগত শিক্ষায় শিক্ষিত করার উপর গুরুত্ব দেন।
শুধুমাত্র পরীক্ষায় পাশ করলে হবে না। দেশের চিন্তা করে গুনগত শিক্ষায় শিক্ষিত হবে ছাত্র-ছাত্রীদের। জিবি হাসপাতালে বর্তমানে উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। রাজ্য থেকে কোন রোগীকে যেন বহিঃরাজ্যে যেতে না হয় তার জন্য একটা উন্নত মানের একটা হাসপাতাল ত্রিপুরা রাজ্যে গড়ে তোলার জন্য একটি জায়গা চিহ্নিত করা হয়েছে। সুপার স্পেশালিষ্ট চিকিৎসকদের নিয়ে মিটিংও করা হয়েছে। জিবি হাসপাতালের ভালো ভালো কিছু চিকিৎসক এক বেসরকারি এক হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকে। তাই এই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মিটিং করা হয়েছে। তাদেরকে বলে দেওয়া হয়েছে রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে গিয়ে তাদের হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করা যাবে না। প্র
য়োজনে বহিঃরাজ্য থেকে চিকিৎসক নিয়ে আসার জন্য তাদেরকে বলা হয়েছে। এইদিনের অনুষ্ঠানে ত্রিপুরা মেডিক্যাল কলেজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলের জন্য মুখ্যমন্ত্রীর হাতে ৩০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্তে সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এইদিন ত্রিপুরা মেডিক্যাল কলেজে ওপেন জিম, ব্যাট মিন্টন কোর্ট ও পার্কের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এইদিন ত্রিপুরা মেডিক্যাল কলেজের ফেকাল্টি সহ কলেজের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।