স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : রবিবার রাতে আচমকা উত্তপ্ত হয়ে উঠে রানীরবাজার। এদিন রানীরবাজার থানার অন্তর্গত দুর্গানগর সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তান্ডব চালায়। ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত আনা হয়। তারপর পাল্টা কিছু বহিরাগতরা এসে এলাকার বাড়িঘর ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ সহ মানুষকে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে সরব হল ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ। সোমবার দুপুরে গেদু মিয়া মসজিদে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সভাপতি মুফতী তৈয়াবুর রহমান জানান, রানীরবাজারে যে ঘটনা রবিবার রাতে সংগঠিত হয়েছে তার তীব্র নিন্দা জানায় ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ।
তিনি বলেন এদিন রাতের বলেন, আটটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীরা। একই সাথে ১৩ টি গাড়ি অগ্নিসংযোগ করেছে এবং বাড়ির বাউন্ডারি ভাঙচুর, বাড়ির ঘর লুটপাট, দোকান ঘর লুটপাট করেছে। বর্তমানে ক্ষতিগ্রস্তরা শিবিরে রয়েছে। সরকারি দৃষ্টি আকর্ষণ করে সংগঠনের পক্ষ থেকে তারা দাবি জানান ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার পাশাপাশি যারা এই ঘটনায় জড়িত তাদের কঠোর শাস্তি প্রদান করতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা করার প্রশ্রয় না পায়।
তিনি আরো অভিযোগ তুলে বলেন, দুর্গানগরে শান্তি প্রতিষ্ঠা করতে তাদের একটি প্রতিনিধি দল সেখানে যেতে চেয়েছিল সোমবার দুপুরে। কিন্তু রানীরবাজার থানার পুলিশ তাদের বাধা দেয়। জানিয়ে দেয় সেখানে ১৬৩ ধারা জারি রয়েছে। এর প্রতিবাদ জানিয়ে দাবি করেন যদি তারা সেখানে যেতে পারতো তাহলে এলাকায় শান্তি প্রতিষ্ঠা হতো। উল্লেখ্য, রবিবার রাতে রানীরবাজারে কালী মূর্তি ভাঙ্গা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একাংশের মানুষ অপর অংশে মানুষের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। বর্তমানে সেখানে ১৬৩ ধারা জারি রয়েছে। পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।