স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : গত ১৯ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বহু গ্রাম জলের নিচে তলিয়ে যায়। মৃত্যু হয় প্রায় ২৪ জনের। ক্ষয়ক্ষতি পরিমান বহু কোটি টাকা। এই পরিস্থিতিতে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে কেন্দ্র সরকার। ফলে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। এর মধ্যে সোমবার সকালে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, রাজ্যের বন্যা জনিত উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী রাজ্যের এ সংকটকালে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -র সাথে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্যের অভূতপূর্ব বন্যা জনিত বিপর্যয় পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবগত হয়েছেন।
তিনি রাজ্যকে সর্বতোভাবে সাহায্যের অব্যাহত রাখার আশ্বাস দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আরো জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি দলকে শীঘ্রই রাজ্যের পরিস্থিতি সরেজমিনে দেখতে পাঠাবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রতিনিধি দল রাজ্যে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবগত হবে। একই সাথে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কেন্দ্রকে অবগত করবে। যাতে আগামী দিন রাজ্যকে পুনরায় মাথা তুলে দাঁড়াতে সব ধরনের সহযোগিতা করা হয়।