স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : বন্যা কবলিত মধ্য বনমালীপুর এলাকার মানুষের কাছে পাহাড় সমান অভিযোগ। সরকার এবং আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ কোন সহযোগিতাই করেনি অসহায় মানুষকে। রবিবার সকালে মধ্য বনমালী পুর এলাকার পরিদর্শনে গিয়ে এমনটাই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি দাবি করেন, মধ্য বনমালীপুর এলাকার ঘুরে তিনি জানতে পেরেছেন গত কয়েকদিনের বন্যা পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ায়নি সরকার এবং আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ।
কিন্তু সিপিআইএম মধ্য বনমালীপুর লোকাল কমিটির পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা হচ্ছে। আজকেও মানুষকে ব্লিচিং পাউডার, সাবান সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কারণ ১৯৮৩ এবং ১৯৯৩ সালের পর বন্যা ব্যাপকতা রাজ্যের মানুষ আর কখনো দেখেনি। রাজ্যের সবগুলো নদী ফুলে উঠেছে। এখনো বহু জায়গায় জল জমে আছে। বহু মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সরকার বর্তমানে যেভাবে ধুমধাম করে বলে দিচ্ছে সেটা ঠিক নয়, আসল চিত্র সামনে উঠে আসবে যদি কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি টিম দ্রুত রাজ্যে পাঠানো হয়। তাহলে সেই দিন সচক্ষে ক্ষতির পরিমাণ দেখতে পারবে।
তারপর কেন্দ্র থেকে যা সহযোগিতা করা হবে সেটা হবে আসল। কিন্তু কেন্দ্র থেকে যদি কোন টিম না পাঠিয়ে রাজ্যের তথ্য অনুযায়ী হিসেব করা হয় তাহলে সেটা হবে ভুল। ফলে রাজ্যের অত্যন্ত যত সামান্য সহযোগিতা মিলবে। তাই এই পরিস্থিতিতে কেন্দ্র থেকে একটি টিম রাজ্যে আসা অত্যন্ত জরুরী। এ বিষয়টি সর্বদলীয় বৈঠকের মাধ্যমে প্রধান বিরোধী দল সিপিআইএমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি আরো বলেন, কেন্দ্র থেকে যে ৪০ কোটি টাকা সহযোগিতা পাঠানো হয়েছে সেটা তেমন কিছু না। কারণ প্রতিবছর এমন সহযোগিতা করা হয়। সরকারকে রাস্তাঘাট সংস্কার, বাড়িঘর সংস্কার এবং রাস্তার ড্রেইন সংস্কার করার জন্য আরো উদার ভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শরণার্থী শিবিরগুলোতে গিয়ে সরকারকে মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ অভিযোগ রয়েছে শিবির গুলিতে সরকারের লোক যাচ্ছে না। সেদিন আবহাওয়া দপ্তরের দিকেও বিরোধী দলনেতা আঙ্গুল তুলে বলেন, এত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার বিষয়ে আগে অবগত করেনি আবহাওয়া দপ্তর। যার কারণে মানুষ প্রস্তুত থাকতে পারেনি। তবে বর্তমানে দোষারোপ করার সময় নয়। পরিস্থিতি মোকাবিলা করতে মানুষের পাশে দাঁড়াতে হবে বলে জানান তিনি। এদিন বিরোধী দলনেতার সাথে ছিলেন দলীয় কর্মীরা।