Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যজাতি গত জাত গণনা নিয়ে সক্রিয় হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

জাতি গত জাত গণনা নিয়ে সক্রিয় হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : লোকসভা নির্বাচনে সরকারের প্রতিষ্ঠিত না হতে পারলেও কংগ্রেস বর্তমান সরকারের দাবি করছে জাতিগত জাত গণনার জন্য। কিন্তু সরকার এ বিষয়ে গুরুত্ব না দেওয়া পার্লামেন্টের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে। এর পেছনে মূলত কারণ হলো দেশের পশ্চাৎপদ মানুষ যাতে কোনোভাবেই বঞ্চনার শিকার না হয়।

তারা যাতে তাদের সমস্ত অধিকার সঠিকভাবে ব্যবহার করতে পারে তার জন্য এই জাত গণনা দাবি করছে। রবিবার ২৫ আগস্ট মন্ডল কমিশনের চেয়ারম্যান বিন্দেশ্বরী প্রসাদ বি পি মন্ডলের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বরণসভায় এ কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই দিনের স্মরণ সভায় তিনি মন্ডল কমিশনের চেয়ারম্যান বিন্দেশ্বরী প্রসাদ বি পি মন্ডলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি আরো বলেন যতক্ষণ না পর্যন্ত জাতিগত জাত গণনা সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত কংগ্রেস দল আন্দোলন জারি রাখতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করবে। আয়োজিত স্মরণ সভায় এছাড়া উপস্থিত ছিলেন ওবিসি সেলের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ সহ কংগ্রেসের অন্যান্য সংগঠন গুলির নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য