Wednesday, September 11, 2024
বাড়িরাজ্যচুরি যাওয়া দুটি বাইক সহ আটক ৪ চোর

চুরি যাওয়া দুটি বাইক সহ আটক ৪ চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চোর থেকে রেহাই মিলছে না আগরতলা বাসীর। শনিবার ও রবিবার দুই দিনে একটি পণ্যবাহী গাড়ি এবং দুটি বাইক সহ আটক চার চোর। তাদের সাধু টিলা সংলগ্ন এলাকা থেকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। চারজন চোরের মধ্যে কুখ্যাত দুই চোরের নাম দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস। তাদের জিজ্ঞাসাবাদ করে পূর্ব আগরতলা থানার পুলিশ রবিবার আরো দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক জানান, শনিবার সন্দেহজনক ভাবে একটি গাড়ি আটক করা হয়। গাড়ির মধ্যে লৌহার ব্রীজের কিছু প্লেট পাওয়া যায়। সে প্লেট গুলি কোথা থেকে নিয়ে এসেছে সে বিষয়ে গাড়ি চালক এবং সহ চালক অর্থাৎ দীপঙ্কর ও অরূপের কাছে জানতে চাইলে তারা কিছু বলতে পারছিল না। তারপর তাদের নিয়ে আসা হয় থানায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায় এগুলি তারা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তারপর তাদের কাছ থেকে আরও দুই সহযোগীর নাম পাওয়া যায়। তারপর পুলিশ সাধু টিলা সংলগ্ন এলাকা থেকে সেই দুই চোরকেও আটক করে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় তারা গত ৯ এবং ১৫ আগস্ট রাজধানীর মহারাজগঞ্জ বাজার এবং বাইপাস এলাকা থেকে দুটি বাইক চুরি করেছে। এই বাইক দুটি তারা আড়াল করে রেখেছে। তারা চেয়েছিল বাইক দুটি বাংলাদেশ পাচার করার জন্য। কিন্তু বন্যা কারণে তারা বাংলাদেশ পাচার করতে পারেনি। সে বাইক গুলি তারা অন্যথায় বিক্রি করার চেষ্টা করে। তারপর পুলিশ দুটি বাইক উদ্ধার করে চারজনকে গ্রেপ্তার করে আদালতে তোলার সিদ্ধান্ত নেয়। পুলিশে প্রাথমিক ধারণা তাদের সাথে আরও অনেকে জড়িত রয়েছে। এবং তাদের কাছ থেকে উদ্ধার হওয়া টি আর ০১ এ ইউ ১৫৫৮ গাড়িটি তারা চুরির কাজে ব্যবহার করে। নির্দিষ্ট ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য