স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট : কুখ্যাত চোরকে জালে তুললো পুলিশ। অভিযুক্ত চোর দীর্ঘ দিন গা ঢাকা দিয়ে থাকার পর গোপন খবরের ভিত্তিতে রাধা কিশোর পুর থানার পুলিশ তাকে জালে তুলেছে। গত ২০ জুলাই বিপ্লব দেববর্মা নামে এক ব্যক্তির বাইক চুরি হয়। এই অভিযোগে থানায় মামলা হয়।
পুলিশ মামলা হাতে নিয়ে পিন্টু দাস নামে এক যুবককে আটক করতে পেরেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সোনামুড়া থানা অন্তর্গত এন সি নগর এলাকার আবুল কালামের ছেলে সেলিম মিয়ার কাছে বাইকটি বিক্রি করেছে। সেইমতো পুলিশ সেলিম মিয়ার বাড়িতে গেলে তাকে বাড়িতে না পেয়ে তার মা বাবাকে চাপ দিয়ে বাইকটি উদ্ধার করতে পারলেও সেলিম মিয়াকে জালে তুলতে পারছিল না পুলিশ। অবশেষে শনিবার রাধা কিশোর পুর থানার পুলিশ গোপন খবরে জানতে পারে সেলিম মিয়া সোনামুড়া মহকুমার এন সি নগর এলাকায় তার বাড়িতে এসেছে। তারপর তাকে বাড়ি থেকে আটক করা হয় বলে জানায় পুলিশ।