স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট : যারা হিজরা বলে আজও সভ্য, শিক্ষিত ও ভদ্র সমাজের চোখে হেয় প্রতিপন্ন এবং যাদের এই সমাজ দূরে সরিয়ে রাখে, রাস্তা দিয়ে আসতে দেখলে গেট বন্ধ করে দেয়, তারাই প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে এই সভ্য ও ভদ্র সমাজের পাশে দাঁড়ালো! ভন্ড সমাজ তাদের আজও পরিবারের অঙ্গ হিসেবে মনে নাইবা করতে পারে, কিন্তু আসলে তারাও সকলে আমাদের পরিবারের অঙ্গ।
এর নজির গড়লো এই ট্রান্সজেন্ডাররা। গন্ডাছড়ার পর বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তারা খাবার সামগ্রী বিতরণ করছে। শনিবার আগরতলা শহরের বড়দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায়। গাড়ি ভরে চাল ডাল আলু পেঁয়াজ তেল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে তারা হাজির হয়। বন্যা প্রবলিত এলাকার মানুষের হাতে তুলে দেন এই ত্রান সামগ্রী।
তারা জানান সারা বছর মানুষের কাছ থেকে তারা বকশিশ নেয়, মানুষের বিয়ের অনুষ্ঠান, কিংবা কারো সন্তান হলে তার আগে মানুষের কাছ থেকে বকশিশ গ্রহণ করেন। তাই এই দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন বলে মনে করেছে তারা। সমাজ কি বলে তাদের সেটা বড় বিষয় নয়, বড় বিষয় মানবতা। আর মানবতা থেকে তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বলে জানায়।