Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যমাটি ধসে পড়ে দুই পরিবারের ৭ জনের মৃত্যু

মাটি ধসে পড়ে দুই পরিবারের ৭ জনের মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : মাটি ধসে একসাথে দুই পরিবারের ৭ জনের মৃত্যু। ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ১ জনের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে। মর্মান্তিক ঘটনা শান্তিরবাজারের গার্দাং এলাকায় সংগঠিত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, প্রবল বর্ষণে বুধবার রাত সাড়ে এগারটার নাগাদ শান্তির বাজার মহকুমার গার্দাং পঞ্চায়েতের অধীনে অশ্বীনি ত্রিপুরা পাড়ায় দুই পরিবারের ৭ জন মারা যায়। যার মধ্যে এক পরিবারের ৫ জন সদস্য ও অপর পরিবারের ২ জন সদস্য রয়েছে।

 বর্তমান সময়ে প্রবল বর্ষার জলস্রোতে উদ্ধারকারী টিম ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি। মৃতদেহ উদ্ধার কাজে হাত বাড়ায় স্থানীয়রা। এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহের খোঁজ পাওয়া গেছে। অপর একজনের মৃতদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয়রা বলে জানান এলাকাবাসী। যাদের মৃত্যু হয়েছে তারা হলেন, উমাচরণ ত্রিপুরা (২৫) ,মন্দিরা ত্রিপুরা (২৩) অপর পরিবারের সদস্য প্রসেনজিৎ ত্রিপুরা (২১), অজয় ত্রিপুরা (১৬), রাকেশ ত্রিপুরা (১৮) জ্যোতিকা ত্রিপুরা (২১) এবং কুমতুইসা ত্রিপুরা (৩)।  এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন স্থানীয়রা ও মৃতের পরিবারের সদস্য। অশ্বীনি ত্রিপুরা পাড়ায় এইধরনের দুর্ঘটনারফলে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমেএসেছে। এ মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য