স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : গত তিন দিন ধরে প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা। গত দুদিন ধরে অস্থায়ী শিবির গুলির মধ্যে আশ্রয় নিয়েছে প্রায় ৩০ হাজারের অধিক মানুষ। তাদের শারীরিক অবস্থা খোঁজখবর নিতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে টিম তৈরি করা হয়েছে।
এই টিম গুলি বৃহস্পতিবার উদয়পুর, কাকড়াবন, মনু বাজার, সাব্রুম, অমরপুর এবং আগরতলা সহ বিভিন্ন জায়গার অস্থায়ী শিবির গুলিতে যায়। এই টিমের মধ্যে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অস্থায়ী শিবিরের মানুষের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়। যাদের শারীরিক সমস্যা অর্থাৎ জ্বর সর্দি কাশি পাওয়া গেছে তাদের ঔষধ দেওয়া হয়। এ ধরনের চিকিৎসা পরিষেবা অস্থায়ী শিবিরগুলির মধ্যে চলবে বলে জানা গেছে।