স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : প্রবল বর্ষণে মঙ্গলবার থেকেই হাওড়া নদীর জল বাড়ছে। বুধবার দুপুর থেকে নদীর জল আরো বেশি বিপদ সীমায় পৌঁছে গেছে। এতে আশেপাশে এলাকা যেমন প্লাবিত হয়েছে, একই সাথে বটতলা মহা শ্মশান ডুবে যায়। ফলে বুধবার রাত আটটার পর থেকে মৃতদেহ বটতলা মহাশ্মশানে সৎকার করা বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে জানিয়েছেন বটতলা মহাশ্মশানের কর্মীরা। তারা জানিয়েছেন, বুধবার রাত আটটা সময় মৃতদেহ সৎকার করা গেছে। তারপর ধীরে ধীরে নদীর জল প্রবেশ করতে শুরু করে শ্মশানের ভেতর। তারপর রাতের বেলা দুটি মৃতদেহ এবং বৃহস্পতিবার সকালে একটি মৃতদেহ নিয়ে আসলে ফিরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে পাহার অঞ্চলের কোন শ্মশানে নিয়ে মৃতদেহ সৎকার করার জন্য। তারা আরো জানিয়েছে মৃতদেহ সৎ কার করার জন্য যে ইলেকট্রিক চুল্লি রয়েছে সেটি পর্যন্ত জলের নিচে তলিয়ে গেছে। জল না কমলে তারা মৃতদেহ সৎকার করতে পারবে না।