Thursday, January 16, 2025
বাড়িরাজ্যত্রিপুরাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রিপুরাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নৌকা এবং হেলিকপ্টারের পাশাপাশি এনডিআরএফ -এর টিম রাজ্যে পাঠানো ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এই সংকটের সময় কেন্দ্র সরকার রাজ্যবাসীর পাশে রয়েছে। পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শ্রী সাহা। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বস্ত করেছেন এনডিআরএফ -এর ১১ টি টিম রাজ্যে পাঠানো হবে। তারা রাজ্যে দ্রুত উদ্ধারের কাজে হাত লাগাবে। কোন ধরনের বিপত্তি যাতে সংঘটিত না হয় তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, রাজ্যের বন্যার পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে এগোচ্ছে। এখন পর্যন্ত যতটা খবর রয়েছে গোটা রাজ্যে জলে থৈথৈ করছে। বহু মানুষ এখনও উদ্ধারে বাকি রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য