স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : টানা বৃষ্টিতে এবার জলমগ্ন হয়ে পড়ল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। বুধবার সকাল থেকেই জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে জল প্রবেশ করে। হাসপাতালে সাফাই কর্মীরা জল নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ প্রচেষ্টা করলেও নির্ধারিত সময়ের আগে জল হাসপাতালের ওয়ার্ড ও জরুরী বিভাগ থেকে বের করা সম্ভব হয়নি।
রেকর্ড দৃষ্টিতে এই নজিরবিহীন ঘটনা জিবি হাসপাতালে কোনদিন দেখা না গেলেও বুধবার দেখা গেল। পরিষেবা দিতে অনেকটাই বেগ পেতে হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। শুধু চিকিৎসক স্বাস্থ্যকর্মী নয়, হাসপাতালের পরিষেবা নিতে যাওয়া রোগী এবং রোগীর পরিবারের লোকজনদেরও সমস্যায় পড়তে হয়। কেউ কেউ অভিযোগ তুলেছে, পরিকাঠামোর গাফিলতি কারণে বন্যা থেকে রেহাই পায়নি জিবি হাসপাতালও। যাইহোক এদিন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী এবং রোগীর পরিজন সকলকে দুর্ভোগ পোহাতে হয়েছে।