Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যধর্মঘটে সর্বত্র স্বাভাবিক

ধর্মঘটে সর্বত্র স্বাভাবিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : ধর্মঘটের দ্বিতীয় দিনও ছিল সর্বত্র স্বাভাবিক। দোকানপাট, বাজার হাট, অফিস-আদালত সর্বত্র ছিল খোলা। উল্লেখ্য, দেশব্যাপী দুদিনের ধর্মঘট ডাক দিয়েছিলেন ট্রেড ইউনিয়ন গুলো। কিন্তু প্রথম দিনের পর দ্বিতীয় দিন মঙ্গলবারও তার কোনো প্রভাব পড়েনি আগরতলা শহরে। 

স্বাভাবিক জীবনযাপন চলছে শহরে। দূরপাল্লার  গাড়ি বাস স্ট্যান্ড থেকে ছেরেছে নির্ধারিত সময়ে।  চলছে অফিস-আদালত । নাগেরজলা বাস স্ট্যান্ডের এক চালক জানান এই ধর্মঘট ডাকার কোন মানেই হয় না। রুটি রুজির উপর আঘাত। যান না চালালে পেটে টান ধরবে। আর এই সময় ধর্মঘট মানে সঙ্কট আরও বাড়ানো। তাই জন জীবন স্বাভাবিক রেখে চলছে যান বাহন। শহরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজার হাট, যান চলাচল স্বাভাবিক ছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য