স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট : ‘রাখি বন্ধন’ অথবা ‘রক্ষা বন্ধন’ অথবা ‘রাখি পূর্ণিমা’ তিনটি ভিন্ন নামে একই অনুষ্ঠান এবং একই উৎসব। এই পৃথিবীতে সবচেয়ে ভালো এবং পবিত্র সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। কারণ ভ্রাতৃত্ববোধের মাধ্যমেই একাত্মবোধ জাগে। তাই এ দিনের গুরুত্ব অনেক বেশি। প্রতি বছরের মত এ বছরও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দিনটি উদযাপন করার জন্য ছুটে যান আখাউড়া সীমান্তে।
তিনি ২০০৭ সাল থেকে দিনটি সীমান্তের জওয়ানদের সাথে গিয়ে পালন করেন। তাঁর মতে বাড়িঘর পরিবার সবকিছু ছেড়ে সীমান্তে প্রহরী হয়ে দাঁড়িয়ে দিনরাত দায়িত্ব পালন করছে বিএসএফ জওয়ানরা। তারা যাতে পরিবার থেকে দূরে রয়েছে সেটা আজকের দিনে অন্তত অনুভব না করেন, তার জন্য তাদের রাখি দিতে যান তিনি। তিনি বিএসএফ জওয়ান এবং বিডিআর -কে রাখি পরিয়ে শুভেচ্ছা জানান। একই সাথে বিডিআর -এর হাতেও রাখি পরিয়ে দেন। তাদের দীর্ঘায়ু কামনা করেন। তারপর তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। তিনি আরো বলেন পৃথিবীতে সবচেয়ে অদ্ভুত সম্পর্ক ভাই-বোনের। এ ভাই বোনের সম্পর্ক অটুট রাখতে প্রতিবছরের মতো এবছরও সীমান্তে এসে বিএসএফ -দের সাথে দিনটি উদযাপন করেছেন।