স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ আগস্ট : পশ্চিমবঙ্গের আর জি কর -এ চিকিৎসক ধর্ষণের পর খুনের ঘটনার প্রতিবাদে আই এম এ -র ডাকা ধর্মঘট অনুষ্ঠিত হলো আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজে। শনিবার সকাল থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আই এম এ -র ডাকা ধর্মঘট সুষ্ঠুভাবে পালন করেন। তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি জানান এই ঘটনার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে সুষ্ঠু তদন্ত করতে হবে। এ ধরনের ঘটনা আগামী দিন যাতে কোন মেডিকেল কলেজে সংঘটিত হতে না পারে তার ব্যবস্থা করতে নিরাপত্তা দিতে হবে। একই সাথে নারী নিরাপত্তার ও দাবি জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি দুঃখ প্রকাশ করে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুনী চিকিৎসক খুনের প্রতিবাদে ত্রিপুরায়ও ২৪ ঘন্টার কর্মবিরতি কর্মসূচী চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। রাজ্যের অন্যান্য হাসপাতালের সাথে সাজুয্য রেখে গণঅবস্থানে শমিল হলেন দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনয়া মহকমা হাসপাতালের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মীরা।
শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত হাসপাতালে গণঅবস্থান চলবে বলে জানান বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিমল কলই। তিনি জানান আর জি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে বর্বরোচিত খুনের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং আমাদের রাজ্যের চিকিৎসক নার্স সহ স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দাবিতে আই এম এর সিদ্ধান্ত ক্রমে শনিবার থেকে ২৪ ঘন্টার জন্য বিহিঃবিভাগ বন্ধ। শুধুমাত্র হাসপাতালের জরুরী পরিষেবা জারি রাখা হয়েছে।
শনিবার সকালে বৃষ্টি মাথায় নিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা প্লেকার্ড হাতে নিয়ে মিছিল সংগঠিত করেন। মিছিল শেষে হাসপাতালে এসে ২৪ ঘন্টার গণবস্থানে বসেন। ডা. বিমল কলই জানান শুধু বিলোনিয়া মহকুমা হাসপাতালেই নয় বিলোনিয়া মহকুমার প্রতিটি হাসপাতালে অনুরূপ ভাবে প্রতিবাদ মিছিল ও গণঅবস্থান সংগঠিত করা হচ্ছে।
এদিকে, অল ত্রিপুরা প্যাথলোজি এন্ড রেডিওলোজি ক্লিনিক এসোসিয়েশনের দক্ষিণ জেলা সম্পাদক জয়জীৎ সোম জানান, আর জি কর মেডিকেল কলেজের মহিলা ডাক্তার খুনের ঘটনার প্রতিবাদে এবং রাজ্যে ডাক্তার নার্স সহ স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দাবিতে আই এম এর আন্দোলনের সিদ্ধান্তকে নৈতিক ভাবে সমর্থন জানিয়ে গোটা রাজ্যের সাথে দক্ষিণ জেলার প্রতিটি ল্যাব ২৪ ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে। রবিবার সকাল থেকে পুনরায় ল্যাব চালু করা হবে।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) কর্মী সমর্থকরা শনিবার কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুনী জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
আন্দোলনকারীরা আগরতলায় জড়ো হয়ে ৯ আগস্টের ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে এবং ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেন। আন্দোলনে যোগদানকারী এবিভিপি-এর একজন কর্মী সোনিয়া সাহা বলেছেন, পশ্চিমবঙ্গে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যা ইঙ্গিত দেয় যে মহিলারা তাদের কর্মক্ষেত্রে নিরাপদ নয়। এবিভিপি রাজ্য কমিটি এই ধরনের ঘটনার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানাচ্ছে।