স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর : মঙ্গলবার বিকালে ডম্বুরের নারকেল কুঞ্জে শুরু হলো ট্যুরিজম প্রমো ফেস্ট। প্রদীপ প্রজ্জ্বলন করে ট্যুরিজম প্রমো ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিন ট্যুরিজম প্রমো ফেস্টের উদ্বোধন করে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন পর্যটনের মাধ্যমে কি ভাবে অর্থনৈতিক উন্নয়ন হয় তা চোখে দেখা যায় না।
পর্যটনের উপর ভিত্তি করে আগামিদিনে রাজ্যের জিএসডিপি বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন মানুষ ত্রিপুরা সম্পর্কে জানতে পারলে বহু পর্যটক ত্রিপুরা রাজ্যে আসবে। পূর্বের তুলনায় অনেক বেশি পর্যটক বর্তমানে দেশ বিদেশ থেকে ত্রিপুরা রাজ্যে আসছে। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিতে হবে।পৃথিবীর মধ্যে বহু দেশ রয়েছে যাদের জিডিপি ট্যুরিজমের উপর নির্ভর করে। ভারতেও বহু রাজ্য রয়েছে যাদের জিডিপি ট্যুরিজমের উপর নির্ভর করে। চেষ্টা চলছে ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমকে সামনে রেখে অর্থনীতি আরও শক্তিশালী করার। সেই দিশায় রাজ্য সরকার কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী।
সমগ্র রাজ্যে বর্তমানে ৫০ টি লক হাট রয়েছে। নারকেল কুঞ্জে ২১ টি লক হাট রয়েছে। হোমস্টে-র জন্য অনেকে আবেদন করেছে। হোমস্টে হলে বাইরে থেকে লোক আসবে। অর্থনীতির উন্নয়ন হবে। হোমস্টে-র জন্য কিছু নিয়ম নীতি করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান বাইরে থেকে লোক আসলে যান চালক থেকে সকলের উপকার হবে। টুরিস্ট পুলিশের ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এলাকার বিধায়িকা, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এইদিন এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।