Friday, September 13, 2024
বাড়িশ্রেণী বহির্ভূতছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়েছেন...

ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়েছেন  রাজ্যপাল

তেলিয়ামুড়া, ১৬ আগস্ট (হি.স.) : ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি শুক্রবার খোয়াই জেলার তেলিয়ামুড়ার হদ্রাইয়ে হরিরাধা বিদ্যামন্দিরে ছাত্র ও শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

রাজ্যপাল বলেন, যে শিক্ষা সিলেবাসের অন্তর্গত বিভিন্ন বিষয়ের পাশাপাশি সাংস্কৃতিক এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে সেই শিক্ষায় ছাত্রছাত্রীদের বেশি করে শিক্ষিত করে তুলতে হবে। বিদ্যাভারতী শিক্ষা সমিতি ত্রিপুরা হরিরাধা বিদ্যামন্দিরটি পরিচালনা করছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি জনজাতিদের শিক্ষা, সংস্কৃতি চর্চা এবং জীবন জীবিকা অর্জনে নানাভাবে সহায়তা করছে জেনে রাজ্যপাল সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যাভারতী শিক্ষা সমিতির সভাপতি ড. মিলনরাণী জমাতিয়া, হরিরাধা বিদ্যামন্দিরের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হামানি জমাতিয়া, রাজ্য বিধানসভায় সরকার পক্ষের মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলার জেলাশাসক ও সমাহর্তা চান্দনী চন্দ্রন, পুলিশ সুপার ডা. রমেশ চন্দ্র যাদব, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেইন প্রমুখ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য