স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে ৫ জন সাংবাদিক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার আগরতলা প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সাতটি সংগঠন একত্রিত হয়ে কালো ব্যাজ ধারণ করে এর প্রতিবাদ জানান। রাজ্যের সাংবাদিকদের দাবি এ ধরনের ঘটনার সুস্থ তদন্ত হওয়ার জরুরী।
কারণ জনগণের স্বার্থে সাংবাদিকরা দায়িত্ব পালন করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হওয়া জরুরী, যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের শাস্তির প্রয়োজন। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংঘটিত না হতে পারে।