Friday, September 13, 2024
বাড়িরাজ্যগ্রাম পঞ্চায়েতে ৯৬ শতাংশ আসনে, পঞ্চায়েত সমিতির ৯৭ শতাংশ আসনে এবং জেলা...

গ্রাম পঞ্চায়েতে ৯৬ শতাংশ আসনে, পঞ্চায়েত সমিতির ৯৭ শতাংশ আসনে এবং জেলা পরিষদের ১০০ শতাংশ আসনে জয় পেয়েছে বিজেপি : বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : ডাবল ইঞ্জিনের সরকার মানুষের স্বার্থে কাজ করছে। তাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তাই যারা ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের জয়ী করেছে তাদের অভিনন্দন জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য। মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি আরো বলেন, সোমবার ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেছে গ্রাম পঞ্চায়েতের ৬,৩৭০ টি আসনের মধ্যে ৫,৬৯৭টি আসনে জয় লাভ করেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। অর্থাৎ ছয়শো ছয়টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫৮৪ টি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে। মূলত ৯৬ শতাংশ আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা।

 অপরদিকে ৩৫ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৩৪ টি পঞ্চায়েত সমিতির দখল করেছে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা। অর্থাৎ পঞ্চায়েত সমিতির ৪২৩ টি আসনের মধ্যে ৪০৬ টি আসনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। সার্বিকভাবে লক্ষ্য করা গেছে পঞ্চায়েত সমিতির ৯৭ শতাংশ আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। অপরদিকে আটটি জেলা পরিষদের মধ্যে সবকটি জেলা পরিষদে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। সার্বিকভাবে ১০০ শতাংশ জয় পেয়েছে জেলা পরিষদের আসনে। অর্থাৎ ১১৬ টি আসনের মধ্যে ১১৩ টি আসনেই জয় পেয়েছে বিজেপি। এর জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। যারা জয়ী হয়েছেন তারা আগামী দিনে মানুষের স্বার্থে কাজ করবে। পাশাপাশি সততাকে তারা গুরুত্ব দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রদেশ বিজেপি সভাপতি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য