Friday, January 24, 2025
বাড়িরাজ্যরাস্তা অবরোধ করে পুনরায় ভোট গণনার দাবি করল মথা, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন...

রাস্তা অবরোধ করে পুনরায় ভোট গণনার দাবি করল মথা, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জোট শরিকের বিধায়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনার দিন গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করার প্রতিবাদে এবং তিপ্রা মথার কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার না করার অভিযোগে তিপরা মথা দলের পক্ষ থেকে খোয়াই থানাধীন বেলফাং এলাকায় মঙ্গলবার ভোর থেকে পথ অবরোধে বসে তিপরা মথা দলের কর্মীরা।

দোষীদের গ্রেফতার করা না পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই অবরোধে বসে মথার কর্মীরা। এই অবরোধে নেতৃত্ব দেন রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। কেন এই অবরোধ জানতে চাইলে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, গত ২২ শে জুলাই খোয়াই থানায় একটি মামলা করেন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রামচন্দ্র ঘাট বিধানসভা এলাকায় বিজেপি দলের সমর্থক রূপক ঘোষ সহ আরো বেশ কয়েকজন ওই এলাকার তিপরা মথার সমর্থকদের বাড়িঘরে গিয়ে হামলা হুজ্জতি, এমনকি ধমকিও প্রদর্শন করে।

এই বিষয়কে কেন্দ্র করে রূপক ঘোষ সহ আরো পাঁচজনের বিরুদ্ধে খোয়াই থানায় মামলা করা হয় এবং সেই মামলার কপি জেলাশাসক, জেলা পুলিশ সুপারের কাছে প্রদান করা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করে নি।অন্যদিকে প্রশাসনের বক্তব্য কোন মামলা হলে নতুন আইন অনুযায়ী ১৪ দিন অপেক্ষা করতে হয় অথচ সেই জায়গায় দাঁড়িয়ে আজ ২২ দিন অতিক্রান্ত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।অন্যদিকে সোমবার খোয়াই ব্লকে ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনা কেন্দ্রে তিপরা মথা দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের অভিযুক্ত সেই রূপক ঘোষ সহ অন্যান্যরা মিলে মারধর করে বলে অভিযোগ করেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। অভিযুক্ত সেই রূপক ঘোষ সহ অন্যান্যদের গ্রেপ্তার এবং অন্য আরেকটি কারণে কল্যাণপুরের ভিডিওকে সাসপেন্ড করতে হবে। লক্ষীনারায়নপুর এবং রামচন্দ্র ঘাটের প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল, এই জায়গায় নতুন করে ভোট গণনা করতে হবে। এসব দাবি নিয়ে পথ কবরতে বসে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে কিন্তু পথ অবরোধ বানচালের কোন পথ দেখতে পাচ্ছে না জেলা প্রশাসন। যা ছিল প্রশাসনের একটি ব্যর্থতা। যদিও সেখানে পথ অবরোধকারীদের সাথে কথা বলতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক মেঘা জৈন, পুলিশ আধিকারিক প্রসন কান্তি মজুমদার। কিন্তু কোন ধরনের সূরহার রাস্তা বের হচ্ছে না। এতে করে বেলফাং এলাকায় খোয়াই আগরতলা যাবার রাস্তায় উভয়দিকে প্রচুর গাড়ি আটকে রয়েছে। তাতে করে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য