Friday, September 13, 2024
বাড়িরাজ্যপঞ্চায়েত নির্বাচনের ফলাফল জনগণের রায় নয়, জনগণের অভিশাপ : জিতেন্দ্র

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল জনগণের রায় নয়, জনগণের অভিশাপ : জিতেন্দ্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বিভিন্ন দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথম থেকে শাসকদল বিজেপি জনবিচ্ছিন্ন ছিল। কারণ ছয় বছরে তাদের দুর্নীতি, গণতন্ত্র হত্যা মানুষ গ্রহণ করেনি। তাই নির্বাচন ঘোষণা হতেই একাত্তর শতাংশ আসন জবরদখল করে নিয়েছে তারা। তারপরেও ২৯ শতাংশ মধ্যে নানা ভাবে বিরোধী দলের প্রার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে। মানুষ প্রতিরোধ করে ভোট দিতে এগিয়ে এসেছে বহু আসনে এবং সুষ্ঠুভাবে যেখানে গণনা সম্পন্ন হয়েছে সেখানে বিজেপি -র পরাজিত হয়েছে। মঙ্গলবার সিপিআইএম রাজ্য কার্যালয় সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি আরো বলেন বিজেপির সন্ত্রাস ভেদ করে স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে যারাই লড়াই করেছে তাদের সিপিআইএমের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে। তারপর তিনি রাজনগর, কাকড়াবন, টেপানিয়া, চন্ডিপুর, কুমারঘাট, কদমতলা, কলা ছড়া, যুবরাজনগর এবং কাঠালিয়া ব্লক সহ বিভিন্ন ব্লকে বিজেপির সন্ত্রাসের বিষয়ে তুলে ধরেন। তিনি বলেন, ভোট গণনার দিন সকাল থেকে যখন এক তারফা ভাবে বিজেপি গণনা সম্পূর্ণ করতে চেয়েছিল এবং বিরোধীদলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে। এবং বহু আসনে দেখা গেছে একতরফা গণনার পরেও বিরোধীরা যখন জয়ী হয়ে যায় তখন রিটানিং অফিসারকে ফলাফল ঘোষণা করতে দেওয়া হয়নি।

 তখন থেকে রাজ্য পুলিশের মহা নির্দেশক, জেলা শাসক, রিটার্নিং অফিসার এবং রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিককে ফোন করে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করা হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরিস্থিতির উন্নতি না হয়ে বরং অবনতি হয়েছে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে বিকেল বেলা একটি চিঠি দিয়ে দাবি করা হয় কাঠালিয়া ব্লকের ভোট গণনা বন্ধ করার জন্য। কিন্তু এখন পর্যন্ত এর কোন সদর পাওয়া যায়নি। তাই এই নির্বাচনের ফলাফল জনগণের রায় নয়, জনগণের অভিশাপ। তাই লড়াই চলবে বলে জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বামফ্রন্টের রাজ্য কমিটির আহবায়ক নারায়ণ কর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য