স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : শুধু পঞ্চায়েতের ভোটের দিন নয়, পঞ্চায়েতের ভোট গণনার দিনেও সন্ত্রাসের আশ্রয় নিল শাসক দলের দুর্বৃত্তরা। এমনটাই অভিযোগ বিলোনিয়া রাজনগরে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার ভোট গণনার কাউন্টিং এজেন্ট হিসেবে বিরোধী দলের পক্ষ থেকে আসে রাজনগর ব্লকে। যথারীতি গণনা শুরু হওয়ার আগে প্রশাসনিক নিয়ম অনুযায়ী বিরোধী দলের এজেন্ট গিয়ে যথারীতি স্থানে দাঁড়ায়।
তখন পুলিশ ও টি এস আর -এর সামনে শাসকদলের দুর্বৃত্ত নিখিল বৈদ্য গুন্ডা বাহিনীকে নিয়ে এসে বিরোধী দলের কাউন্টিং এজেন্টকে মারধর করে। নিরব দর্শক পুলিশের সামনে তাকে পরবর্তী সময়ে টেনে হিঁচড়ে কাউন্টিং গণনা কেন্দ্র থেকে বের করে দেয় শাসকদলের আশ্রিত দুর্বৃত্তরা বলে অভিযোগ। সাথে সাথে এ বিষয়টি নিয়ে সেখানে দায়িত্বে থাকা পুলিশ অফিসারের সাথে কথা বলেন বিরোধী দলের কাউন্টিং এজেন্ট। কিন্তু পুলিশ কোন ব্যবস্থাই গ্রহণ করেনি নিরাপত্তার।
শেষ পর্যন্ত গণনা কেন্দ্র থেকে বের হয়ে আসেন বিরোধী দলের কাউন্টিং এজেন্ট। যার ফলে এক তারফা গণনা হয়েছে বলে দাবি বিরোধী দলের। তবে আশ্চর্যের বিষয় হলো পুলিশ কেন এতটা নির্বিকার ছিল? এটা ষ্পষ্ট পুলিশ তার দায়িত্ব পালন করতে পারছে না। নাহলে এ ধরনের সাহস গুন্ডাবাহিনী কোথা থেকে আসে? এমনটাই প্রশ্ন করতে শুরু করেছে এলাকায়।