Thursday, January 23, 2025
বাড়িরাজ্যসন্তানকে কোলে নেওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নিল এক হতভাগা মা

সন্তানকে কোলে নেওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নিল এক হতভাগা মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : স্বামী ও সন্তানকে নিয়ে তিন জনের একটা সংসার হবে। এই স্বপ্নে গর্ভে সন্তান নিয়ে স্বপ্ন বেধেছিল শর্মিষ্ঠা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সন্তানকে জড়িয়ে ধরার আগেই মৃত্যুর কাছে হার মেনে গেল শর্মিষ্ঠা। এই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে ছয় মাসের গর্ভবতী শর্মিষ্ঠা বণিক নামে এক হতভাগা মায়ের সাথে। শর্মিষ্ঠা পেশায় নার্স ছিলেন। গত দেড় বছর আগে বিয়ে হয়েছিল। পরিবার নিয়ে সুখী ছিলেন শর্মিষ্ঠা। ধীরে ধীরে সন্তান নিয়ে স্বপ্ন বাধে শর্মিষ্ঠা এবং তার স্বামী শান্তনু চৌধুরীর। যথারীতি শর্মিষ্ঠার গর্ভে সন্তান আসে।

নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতেন। গত কয়েকদিন আগে অত্যন্ত শ্বাসকষ্ট হয় শর্মিষ্ঠার। তখন চড়িলামের বাসিন্দা শর্মিষ্ঠাকে জিবি হাসপাতালে নিয়ে যায় তার স্বামী শান্তনু চৌধুরী। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসকরা তার ডেলিভারি করেন। তার সন্তান জন্ম নেয়। তারপর দুজনের অবস্থাই সংকটাপন্ন হওয়ায় চারদিন ধরে আইসিও -তে চিকিৎসা চলছিল তাদের। কিন্তু চিকিৎসা চলাকালীন অবস্থায় রবিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন শর্মিষ্ঠা। কান্নায় ভেঙে পড়েন স্বামী শান্তনু। কত স্বপ্ন ছিল সুখের সংসার বাঁধতে। কিন্তু আর বাধা হলো না। মাঝপথেই জীবনসঙ্গী ছেড়ে গেল তাকে। রেখে গেলে তার দেওয়া বড় উপহার। এই উপহারের জন্য দুজনের অনেক স্বপ্ন ছিল। কিন্তু শেষ পরিণাম এমনটা হবে জানা ছিল না শান্তনুর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য