স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : অশান্ত বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি উদ্বেগ জনক। এই চলমান পরিস্থিতির শিকার হয়ে আক্রমণের মুখে এবং হত্যা হয়েছে বহু সাংবাদিক। এরই প্রতিবাদে রবিবার দুপুরে সরব হয়েছে আগরতলা প্রেস ক্লাব। এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখায় সাংবাদিকরা। উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে।
তিনি এই পরিস্থিতির দুঃখ প্রকাশ করে বলেন, একের পর এক স্বাধীনতা আন্দোলন দেখেছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান যে আন্দোলন সংঘটিত হয়েছে তা অত্যন্ত অপ্রত্যাশিত। বিশেষ করে বিশ্বের মধ্যে যতগুলি দেশ রয়েছে তার মধ্যে যেসব দেশে সাংবাদিকরা আক্রান্ত হয় এমন ১৫ টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। কিন্তু এই সাংবাদিকতার পেশায় যারা রয়েছেন তাদের বর্তমানে মানুষের পাশে থাকাটা অত্যন্ত দুর্বিসহ হয়ে গেছে। তাদের জীবনের কোন নিশ্চয়তা নেই। বাংলাদেশে বর্তমানে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে দেখা গেছে সাংবাদিকদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পর্যন্ত বলছেন দায়িত্ব ছেড়ে দেবেন। কারণ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বাংলাদেশের মহিলারা পুরোপুরি ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ সীমান্তের ওপারে সংখ্যালঘু মানুষের ভিড়। আবারো শরণার্থীর আশঙ্কা দেখা দিয়েছে। ভারত সরকার বলেছে শরণার্থীদের এবার আর পুনর্বাসন দেওয়া যাবে না। কিন্তু এই লোকগুলিকে কে রক্ষা করবে? পাশাপাশি তিনি দায়ী করলেন আমেরিকাকে। তিনি বলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন বাংলাদেশের এই অশান্তির জন্য দায়ী আমেরিকা এবং এই কুকর্মের দায় এড়াতে পারবে না আমেরিকা। যাইহোক আজকের এই পরিস্থিতির থেকে আপিল করা হচ্ছে যারা মানবাধিকার কর্মী রয়েছেন তারা এগিয়ে আসুন। পাশাপাশি সাংবাদিকদের রক্ষার প্রসঙ্গে বলেন, শনিবার চট্টগ্রামে সংখ্যালঘুদের যে আন্দোলন সংঘটিত হয়েছে, এর মতো সাংবাদিকরা যাতে ঐক্যতা বজায় রাখে। তাহলে তাদের কেউ ক্ষতি করতে পারবে না। বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকদের কলমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। এর থেকে মুক্তি চায় সে দেশের সাংবাদিকরা। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়ে বলেন ভারতের সাংবাদিকরাও খুব একটা সুখে নেই। আয়োজিত এ দিনের কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যী, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য সাংবাদিকরা।