Monday, September 16, 2024
বাড়িরাজ্যমহাকরণ অভিযানের ডাক দিয়েছে জুটমিলের কর্মচারীরা

মহাকরণ অভিযানের ডাক দিয়েছে জুটমিলের কর্মচারীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : ছলচাতুরি, প্রতারণা ও মিথ্যাচারের প্রতিবাদে আগামী ২৭ আগস্ট জুট মিলের সমস্ত শ্রমিক কর্মচারী ও পেনশনাররা স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েত হবে। ত্রিপুরা সরকারের অর্থ সচিবের নিকট পাপ্য মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে মহাকরণ অভিযান সংঘটিত করা হবে। দাবি পূরণ না হলে জুটমিল শ্রমিক, কর্মচারী ও পেনশনারা আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে রবিবার আগরতলা জুনুদাস ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমনি সিনহা।

 তিনি বলেন সরকারের কাছে দাবি জানানো হবে, আদালতের নির্দেশ অনুযায়ী ১৯৯৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬৪৭ জন শ্রমিক কর্মচারী অর্থ রাশি মিটিয়ে দেওয়া। আদালতের নির্দেশ অনুযায়ী প্রাপকদের পূর্ণাঙ্গভাবে তার বেতন ভাতা, গ্রেচ্যুইটি, লিভ সেলারি ইত্যাদি ক্ষেত্রে অর্থরাশি মিটিয়ে দেওয়া। কারণ ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর ত্রিপুরা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি অজয় রাস্তোগী জুট মিল কর্মচারীদের দায়েরকৃত মামলার রায়ে রাজ্যের সরকার ও ত্রিপুরা জুটমিল কতৃপক্ষকে ১৯৯৬ সাল থেকে চতুর্থ বেতনক্রমের সুপারিশ অনুযায়ী সেই সময়ে চাকুরীরত জুটমিল শ্রমিক-কর্মচারী সকলকে তাদের বর্ধিত বেতন-ভাতা, গ্রেচুটইটি, লিভ-সেলারী ইত্যাদির সুফল রায়দানের ছয় মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। এই রায়ের বিরোদ্ধে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রদত্ত আপিল মামলা মাহামান্য ইন্দ্রজীৎ মাহান্তির ডিভিশন বেঞ্চ ২০২২ সালের গত ২১ সেপ্টেম্বর খারিজ করে দেন। ডিভিশন বেঞ্চের রায়ের বিরোদ্ধে দায়ের করা এস. এল. পি সুপ্রীম কোর্ট ৪ঠা সেপ্টেম্বর ২০২৩ ইং খারিজ করে দিয়ে চার মাসের মধ্যে রায় কার্যকর করার নির্দেশ দেন। এই সব ব্যর্থ অপপ্রয়াসে বহু সময় অতিক্রান্ত হয়ে যায়। কাল-বিলম্ব করে ন্যায্য প্রাপ্য না দেওয়ার চেষ্টা চলিয়ে যান। সীমাহীন বিরম্বনার প্রতিবাদে ইতিমধ্যে সরকারের শীর্ষ আধিকারীক ও জুটমিল কতৃপক্ষের বিরোদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।

২০২৪ সালের গত ১০ জুলাই জুটমিল কতৃপক্ষ সঠিক তথ্যপত্র তথা হলপনামা আদালতে হাজির করতে পারেনি। ফলে আদালত তিন সপ্তাহের সময় বেধে দিয়ে, পূর্নাঙ্গ তথ্য-সম্বলিত হলফনামা পেশ করার কড়া নির্দেশ দেন। সেই মোতাবেক চার্জসিট এবং এরেষ্ট হওয়া থেকে নিস্তার পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে গোঁজামিল এক হলফনামা গত ৭ই অগাষ্ট আদালতে পেশ করেন। তিনি আরো জানান, এই হলপনামায় বলা হয়েছে যে- জুটমিলের উৎপাদন বন্ধ এবং রুগ্ন হয়ে পড়েছে, অর্থের অভাব ও ঋনের ভাড়ে ন্যুজ, পর্যাপ্ত তহবিল হাতে নেই, ফলে শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য যথা বিহীত মিটিয়ে দেওয়া সম্ভব হয়ে উঠছে না। তবে বিভিন্ন উপায়ে জুটমিলের সহায়-সম্পত্তির বিনিময়ে ঋন আনার উদ্যোগ নেয়া হয়েছে। সুতরাং তহবিল বরাদ্ধ হলেই সকলের প্রাপ্য মিটিয়ে দেয়া হবে। ৩০ কোটি টাকা সরকার বরাদ্ধ করেন। তা-থেকে যে দুটি ইউনিয়ন মামলা করেছেন, তাদের সভ্য সভ্যার তালিকা শ্রম-দপ্তর থেকে এনে, ১৯১ জনের প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়েছে। তাতে ব্যয় হয়েছে ৩০ কোটি টাকা। বাকী ২২৭ জনের প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য প্রয়োজন ৫৫.৩৩ কোটি টাকা। তাদের কাজ হাতে নেওয়া হয়েছে বটে, অর্থের যোগান পেলেই পেমেন্ট করে দেয়া হবে। তহবিল সংগৃহীত হলে, অন্যান্যদের প্রাপ্য অর্থ পর্যায়ক্রমে মিটিয়ে দেওয়া হবে। এই মর্মে সংশ্লিষ্ট কতৃপক্ষ আট মাসের সময় চেয়েছিল বটে, আদালত এদিন মাত্র আট সপ্তাহ সময় বেধে দেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য